Friday, July 7, 2023

News & Views: 2023: A

 প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ১৭: ৫৭

HSC Exam:  পূর্ণ সিলেবাসে নয়, পুনর্বিন্যাস করে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

................................................

Banking Exam: 

আইবিবির জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, তাদের ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা নতুন পাঠ্যসূচি অনুযায়ী ২৬ মে, ২ ও ৯ জুন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ... 

29 April-2023 

News: ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ২২ বইয়ে ৪২১ সংশোধনী 

07/04/2023


প্রকাশ: ২৫ মার্চ ২০২৩,

১৫ মাসে এইচএসসি, চাপে পরীক্ষার্থীরা, ভর্তি কোচিং হবে বেশি দিন
আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে চলতি বছরের এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো। এটি হলে পরীক্ষার্থীদের উচ্চমাধ্যমিক ক্লাস শুরুর পর এক বছর তিন মাসেই (১৫ মাস) এ পরীক্ষায় বসতে হচ্ছে। অথচ উচ্চমাধ্যমিকের শিক্ষাবর্ষ দুই বছরের। .... PA 

07/03/2023 

আইবিবির জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, তাদের ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা নতুন পাঠ্যসূচি অনুযায়ী ২৬ মে, ২ ও ৯ জুন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা সুবিধামতো কেন্দ্র নির্ধারণ করতে পারবেন। তবে পরে বদলির কারণ ছাড়া কেন্দ্র পরিবর্তন করা যাবে না। প্রতিটি বিষয়ের জন্য পরীক্ষার ফি হবে ৩০০ টাকা। 

20/02/2023

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ মে পর্যন্ত। 

11/02/2023

News: পাঠ্যবইয়ে সমালোচিত বিষয়গুলো পড়া বন্ধ: শিক্ষামন্ত্রী


05/01/2023

আগামী এপ্রিলে চলতি বছরের এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে শিক্ষাবোর্ড। এবার সব বিষয়েই হবে পরীক্ষা। থাকবে পূর্ণমান ও পূর্ণ সময়। তবে সিলেবাস হবে, পুনঃবিন্যাসকৃত সংক্ষিপ্ত। বছরের পর বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার কারণে যে ঘাটতি তৈরি হবে-তা পূরণ সহজ নয় বলে বলছেন শিক্ষাবিদরা। ... Link

No comments:

Post a Comment