Saturday, May 30, 2015

দেশ সেরা ২০ মাদরাসা - ২০১৫

Source LINK 

দেশ সেরা ২০ মাদরাসা - ২০১৫শনিবার, ৩০ মে ২০১৫

পাসের হারে এগুলেও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে পিছিয়েছে মাদরাসা শিক্ষাবোর্ড। ২ লাখ ৫৪ হাজার ৬২২ পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৬ জন। পাসের হার ৯০ দশমিক ২০ শতাংশ, গতবার এ হার ছিল ৮৯ দশমিক ২৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৩৩৮ জন, গতবার এ সংখ্যা ছিল ১৪ হাজার ১৩ জন।

এবার দাখিল পরীক্ষার ফলাফলে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডে 
প্রথম স্থান অর্জন করেছে রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। 
দ্বিতীয় স্থানে রয়েছে ঝালকাঠির এন এস কামিল মাদরাসা ও 
তৃতীয় স্থানে রয়েছে যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত মাদরাসা


A newspaper report on BD Education 



অন্যান্যগুলোর মধ্যে রয়েছে- 
চতুর্থ স্থানে নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা, 
পঞ্চম স্থানে রংপুরের ধাপ সাতগড়া বায়তুল মোকাররম কামিল মাদরাসা,
 ষষ্ঠ স্থানে নরসিংদীর জামেয়া কাসেমিয়া মহিলা মাদরাসা, 
সপ্তম স্থানে রাজশাহীর আল মারকাজুল ইসলামী আস সালাফি দাখিল মাদরাসা, 
অষ্টম স্থানে টঙ্গীর তামিরুল মিল্লাত মাদরাসা, 
নবম স্থানে ডেমরার তামিরুল মিল্লাত মাদরাসা মহিলা শাখা, 
দশম স্থানে উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদরাসা।

১১তম স্থানে কুমিল্লার মকরা ডিএনএস ফাজিল মাদরাসা, 
১২তম স্থানে লালবাগের হাফেজ আব্দুর রাজ্জাক জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসা, 
১৩তম স্থানে চট্টগ্রামের জামে আহমাদিয়া সুন্নিয়া মহিলা আলিম মাদরাসা, 
১৪তম স্থানে নওগাঁর নামাজগড় গাউসুল আযম কামিল মাদরাসা, 
১৫তম স্থানে টাঙ্গাইলের গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা, 
১৬তম স্থানে বগুড়া সরকারি মোস্তাফাবিয়া কামিল মাদরাসা, 
১৭তম স্থানে যশোর আমিনিয়া কামিলা মাদরাসা, 
১৮তম স্থানে জামালপুরের শরীফপুর দাখিল মাদরাসা, 
১৯তম স্থানে ব্রাহ্মণবাড়ীয়ার আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা এবং 
২০তম স্থানে রয়েছে ঢাকার মিরপুরের মোহাম্মাদাবাদ ইসলামিয়া আলিম মাদরাসা।

বাংলামেইল২৪ডটকম/ ডিএন/ এস

No comments:

Post a Comment