15 Jan-2022
001) এসএসসি ও দাখিল: মাধ্যমিক পরীক্ষায় যে কারণে পাসের হার বেড়েছে প্রায় ২০ শতাংশের বেশি
সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।
পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কারিগরি বাদে প্রায় প্রতিটি বোর্ডেই এবার ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করেছে।
পাসের হার বেশি হওয়ার কারণ নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, "পাসের হার বৃদ্ধি পাবার একটা কারণ হতে পারে, এ বছর আমরা তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নিয়েছি, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে এবং প্রশ্নপত্রে বিকল্প অনেক বেশি ছিল।"
বিবিসিকে তিনি বলেছেন, "দেশে প্রতিবছর ইংরেজি বিষয়ে ফেল করে বহু শিক্ষার্থী, এবার সে পরীক্ষা তাদের দিতে হয়নি, এটা একটা বড় কারণ বলে আমার মনে হয়।"
"এছাড়া পরীক্ষা ১০০ নম্বরের হলেও উত্তর দেবার ক্ষেত্রে চাপ কম ছিল।
প্রতি বছর যেখানে আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হয়, এবার ওই একই আটটি প্রশ্নের মধ্যে দুইটি উত্তর লিখতে হয়েছে---মোটা দাগে এগুলোই কারণ পাসের হার বৃদ্ধির," বলেন তিনি।
এ বছরের (2021) এসএসসি পরীক্ষা ছিল মহামারির মধ্যে প্রথম কোন পাবলিক পরীক্ষা।
A) মহামারির কারণে ২০২০ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাস দেয়া হয়েছিল, এর মানে হচ্ছে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থী পরীক্ষা না দিয়েই পাস করেছিলেন।
B) এর আগে ২০১৯ সালে সারাদেশে এসএসসি ও দাখিল পরীক্ষায় পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ।
C) এ বছর (2021) শুধু এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক শূন্য আট শতাংশ।
002) DPS STS SCHOOL, DHAKA
DPS STS School Dhaka is Bangladesh’s leading and only full-Cambridge curriculum school, with above 2,000 students studying in two campuses in Dhaka. DPS STS School students regularly receive international and national recognition and scholarships, including Cambridge world-topper and country-topper awards, and go ahead to join some of the world’s leading institutions, including Ivy League universities. Cornell University, King’s College, University of California at Berkeley, Purdue, Trinity College are some of the many that have extended admission offers to the Class of 2020. DPS STS School’s faculty is considered amongst the best in the continent. The School is also a Cambridge Professional Development Qualification institution.
15 Feb-2022
প্রচলিত বইগুলোর যেকোনো গদ্য বা কবিতা থেকে প্রশ্ন দিলে শিক্ষার্থীরা উত্তর করতে পারে। অথচ পাঠ্যবইয়ের বাইরে থেকে সমজাতীয় গদ্য-কবিতা থেকে প্রশ্ন করলে বেশির ভাগ শিক্ষার্থী হিমশিম খায়। এ থেকে শিক্ষার্থীদের বের হয়ে আসার সুযোগ করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট কোনো গদ্য-কবিতার প্রশ্ন মুখস্থ করে এখন আর লেখার সুযোগ নেই। নতুন বইয়ের পাঠগুলো ব্যবহার করা হয়েছে অনেকগুলো লক্ষ্য সামনে রেখে, শুধু বিষয় বুঝে বক্তব্য লেখার উপকরণ হিসেবে পাঠগুলো আসেনি। তা ছাড়া এখন আর ‘নৌকা ভ্রমণ’, ‘একটি ঝড়ের রাত্রি’র মতো রচনা শিক্ষার্থীকে মুখস্থ করে লিখতে হবে না; বরং সে তার নিজের অভিজ্ঞতাই লিখবে। এ ক্ষেত্রে বইয়ের নির্দেশনা তাকে সাহায্য করবে। তা ছাড়া সব শিক্ষার্থী যাতে সবার লেখা দেখে নিজের লেখার মান-উন্নয়ন ঘটাতে পারে, সে কার্যক্রম শিক্ষক-নির্দেশিকাতে রাখা হয়েছে।
০২ মার্চ ২০২২
এসএসসি ও এইচএসসি
করোনার টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক–কর্মচারী বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।
সাধারণত বছরের ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হয়। করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চ থেকে দেশের শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। ঠিক সময়ে পরীক্ষা হচ্ছে না বা কখনো কখনো বাতিল করতে হচ্ছে। এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময়ের অনেক পরে হচ্ছে।
No comments:
Post a Comment